হাসপাতালে এএসপি শিপন হত্যা জঘন্যতম হত্যাকাণ্ড : ডিসি হারুন অর রশীদ
খবরের সময় ডেস্ক
এএসপি শিপন হত্যা একটি জঘন্যতম হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ।
তিনি বলেন,ভিডিও ফুটেজ এবং এ পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে তা থেকে প্রমাণ হয় এটি একটি জঘন্যতম হত্যাকাণ্ড।এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।অপরজন হাসপাতালের পরিচালক ডা.নিয়াজ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন।তিনি সুস্থ হলে রিমান্ডের আবেদন করা হবে।গতকাল বুধবার (১১ নভেম্বর) নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পরিবারকে সমবেদনা জানাতে গাজীপুরের বরুদা এলাকায় নিহতের বাসায় যান তিনিএ সময় পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার সুষ্ঠু বিচার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহমেদ ও বড় ভাই রেজাউল করিম সবুজ।
তিনি আরও বলেন,পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে যেভাবে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে নির্যাতন করা হয়েছে, এটি কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। তারা কোনো চিকিৎসা জানে না,সে ব্যাপারে তাদের কোনো জ্ঞান বা ধারণাও নেই।তাদের কোনো লাইসেন্স নেই। যারা চিকিৎসার নামে নির্যাতন করেছে,তারা কেউ চিকিৎসক নন।তারা শুধু ওয়ার্ড বয় ও স্কুল কলেজের ছাত্র।শুধু পুলিশের বেলায় নয়,যে কোনো সাধারণ মানুষকে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সব সময় কাজ করছে।আমরা শিপনের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।এ সময় পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার সুষ্ঠু বিচার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহমেদ ও বড় ভাই রেজাউল করিম সবুজ।তিনি আরও বলেন, পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে যেভাবে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে নির্যাতন করা হয়েছে,এটি কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। তারা কোনো চিকিৎসা জানে না,সে ব্যাপারে তাদের কোনো জ্ঞান বা ধারণাও নেই। তাদের কোনো লাইসেন্স নেই। যারা চিকিৎসার নামে নির্যাতন করেছে, তারা কেউ চিকিৎসক নন। তারা শুধু ওয়ার্ড বয় ও স্কুল কলেজের ছাত্র।শুধু পুলিশের বেলায় নয়,যে কোনো সাধারণ মানুষকে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সব সময় কাজ করছে।আমরা শিপনের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।